গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক ডিউক মিয়াকে (৩৫) কান ধরে ওঠবস করানো হয়েছে। উপজেলার মহদীপুর ইউনিয়নের দোকানঘর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল থেকে তাঁকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ডিউক মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর (মিয়াপাড়া) গ্রামের বাসিন্দা।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডিউক মিয়া কান ধরে ওঠবস করছেন। এ সময় কয়েকজন যুবকের কণ্ঠ শোনা যায়। ভিডিওর প্রথমে ডিউককে বসে থাকতে দেখা যায়। পরে যুবকেরা তাঁকে দাঁড়াতে বলেন। এরপর তাঁকে পশ্চিম মুখ হয়ে কান ধরে ওঠবস করতে বলা হয়।
এ সময় যুবকদের বলতে শোনা যায়, ‘তুমি আর কখনো আওয়ামী লীগ করবা? তুমি তো অনেক মানুষকে ধরিয়ে দিছিলা।’ জবাবে ডিউক বলেন, ‘না ভাই আমি কাউকে ধরিয়ে দেই নাই। তবে আমি আর কোনো দিন রাজনীতি করব না।’ এ সময় ভিডিওতে যুবকদের একজনকে ডিউককে পেছন থেকে একাধিকবার লাথি মারতে দেখা যায়।
তবে এই বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ মুশফিকুর রহমান রিপন আজকের পত্রিকার কাছে দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।