হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১০: ৫৭
কবর জিয়ারত করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন দিনের ব্যক্তিগত সফরে এসে আজ বৃহস্পতিবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁও শহরের সেনুয়া কেন্দ্রীয় গোরস্থানে কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারতের সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকাল ৯টা ১৫ মিনিটে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর হয়ে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৈতৃক বাড়ি কালীবাড়িতে এসে পৌঁছান। এরপর বিভিন্ন ব্যক্তিগত ঘরোয়া পরিবেশে অংশ নেন তিনি।

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সেকশন