রংপুরের পীরগাছা উপজেলার একটি মাদ্রাসার মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তাম্বুলপুর বাজারের কাছে ‘বায়তুল হিক্মাহ আদর্শ মাদ্রাসায়’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রতার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছেন মাদ্রাসাটির পরিচালক। এ বিষয়ে পীরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ফারুকুল ইসলাম রাকু জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থী পরিবহনের জন্য ঢাকা একটি মাইক্রোবাস কেনা হয়। সেটি দিয়ে দুরের শিক্ষার্থীরা যাতায়াত করে। প্রতিদিনের মতো সোমবার মাইক্রোবাসটি মাদ্রাসার মাঠে রাখা হয়। রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন এগিয়ে আসলেও কোনো কাজে লাগেনি। মুর্হুতের মধ্যে মাইক্রোবাসটি পুড়ে যায়। সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল ও পীরগাছা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পূর্বশত্রতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়নের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘মাইক্রোবাসের মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দিলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’