বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে কাঞ্চন নদীর তীরে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার বিজোড়া ইউনিয়নের চককাঞ্চন এলাকায় ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তি পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আজগর আলী (৬০)।
স্থানীরা জানান, আজগর আলী স্থানীয় একটি বাগানে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। সকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়ে চককাঞ্চন এলাকায় ব্রিজের নিচে যান। সেখানে মাছ ধরার কোনো এক সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।