হোম > সারা দেশ > রংপুর

খুলছিলনা আঠা দেওয়া তালা, ব্যবসায়ী ফিরে দেখেন ২০ লাখ টাকার ব্যাগ উধাও

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে ১০টা। বাড়ি থেকে ২০ লাখ টাকার ব্যাগ মোটরসাইকেল করে নিয়ে নিজের দোকানে পৌঁছেন ব্যবসায়ী আলমগীর হোসেন। টাকার ব্যাগটি মোটরসাইকেলের হ্যান্ডেলে রেখে প্রতিদিনের মতো দোকানের তালা খুলতে যান। তবে তালা আর খোলে না। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে পেছনের ফিরে দেখেন মোটরসাইকেলে টাকার ব্যাগটি নেই। আঁতকে ওঠেন ব্যবসায়ী আলমগীর। আশপাশ খোঁজাখুঁজি করেও মেলেনি ব্যাগের হদিশ। পরে স্থানীয়দের জানালে বিষয়টি শহরের ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজসংলগ্ন আলম ব্যাটারি হাউসে এ ঘটনা ঘটে। 

আলমগীর হোসেন পৌর শহরের ভান্ডারা গ্রামের বাসিন্দা একজন ব্যাটারি ব্যবসায়ী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে ব্যাগ রেখে দোকানের তালা খুলতে যাই। তালা না খুললে পেছনে ফিরে দেখি মোটরসাইকেলে টাকার কালো ব্যাগটি নেই। পরে খোঁজাখুঁজির করে টাকার খোঁজ পাওয়া যায়নি।’ 

আলমগীর হোসেন আরও বলেন, ‘দোকানের তালাগুলোতে কেউ আঠা জাতীয় কিছু দিয়ে ভরে রেখেছিল। যেন চাবি দিয়ে তালা সহজে খোলা না যায়। ঠিক এ সুযোগেই ব্যাগটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এটি পরিকল্পিত। 

খবর পেয়ে রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন ইউনিটসহ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেছেন। 

এএসপি ফারুক হোসেন বলেন, ‘২০ লাখ টাকা হারানোর ঘটনাটি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর মূল রহস্যে অবশ্যই বের করা হবে।’

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন