হোম > সারা দেশ > রংপুর

ডোমার রেল স্টেশনের টয়লেটে ব্যবসায়ীর লাশ

নীলফামারী ও ডোমার প্রতিনিধি

নীলফামারীর ডোমার রেল স্টেশনের টয়লেট থেকে তাহিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে) সকালে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ ওই লাশ উদ্ধার করে।

তাহিরুল ইসলাম উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের জোড়াবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে। 

ডোমার স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে এক যাত্রীর মাধ্যমে জানতে পারেন স্টেশনের টয়লেটে এক ব্যক্তির লাশ পড়ে আছে। তাৎক্ষণিক বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা, ডোমার থানা-পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সকাল সোয়া ৬টার দিকে দমকল বাহিনীর সদস্যরা ডোমার থানা-পুলিশের উপস্থিতিতে ওই লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। 

স্টেশন মাস্টার বলেন, ‘পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তাহিরুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত। ব্যবসায়িক কাজে বিরামপুর যাওয়ার কথা বলে শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।’ 

সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন পেয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি টয়লেটে প্রবেশ করার পরপরই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।’

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন