Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী ট্রাকের হেলপার নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী ট্রাকের হেলপার নিহত

কুড়িগ্রাম জেলা শহরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হেলপারের নাম মো. আলম মিয়া (৫০)। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত বালুবাহী একটি ট্রাক কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকা অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মরিচবাহী ট্রাকের হেলপার আলম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বালুবাহী ট্রাকটির চালক জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা আহত চালককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে মরিচবাহী ট্রাকটির চালক ও বালুবাহী ট্রাকটির হেলপার পালিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন বালুবাহী ট্রাকের চালক জুয়েল বলেন, ‘বালু নিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম। ভোরে বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে মরিচের গাড়িতে ধাক্কা লাগে।’ 

ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি