রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় বজ্রপাতে মা মেয়েসহ তিনজন মৃত্যু হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন–রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)। একইভাবে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের পশ্চিম কলেজপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে আলিমউদ্দীন (৩০)।
খোঁজ নিয়ে জানা গেছে, রানীশংকৈল উপজেলার মা–মেয়ে বাড়ির পাশে ধানখেত নিড়ানির কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির পথে রওনা দেন। এ সময় বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বৃষ্টিপাত শেষ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। একইভাবে হরিপুর উপজেলার পশ্চিম কলেজপাড়ার আলিমউদ্দীন মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।