হোম > সারা দেশ > রংপুর

সরকার দেশে সহিংসতা চাপিয়ে দিতে চাচ্ছে: জোনায়েদ সাকি

রংপুর প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সরকার দেশে সহিংসতা চাপিয়ে দিতে চাইছে। এ সরকারের পদত্যাগের দাবি আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে আসছি। দাবি না মানলে আন্দোলনে যাওয়ার কথা বলেছি। অথচ সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে; যা দেশে সহিংসতা ছড়িয়ে দেবে।’ 

আজ শনিবার বিকেলে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে গণসংহতি আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার যদি আমাদের দাবি না মানে, তাহলে দেশের গৌরবোজ্জ্বল গণ-অভ্যুত্থানের মতো জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তোলা হবে, যা সরকারকে দাবি মানাতে বাধ্য করবে। এরপরও সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে, আমরা আন্দোলনকারীরা বিশ্বাস করি জনগণ এবার তাদের জয়ী হতে দেবে না। তাদের চক্রান্ত জনগণ বাস্তবায়ন করতে দেবে না।’ 

গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন। বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলীমুল কবির, রংপুর জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মুফাখখারুল মুন প্রমুখ।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার