২২ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনের কোনো ত্রুটি খুঁজে পায়নি কর্তৃপক্ষ। ফলে আজ সোমবারও রাতের ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানান বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ।
এর আগে রোববার বিকেলের দিকে হঠাৎ করে বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ কারণে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে।
এতে বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় দুই শতাধিক যাত্রী। আজ (সোমবার) সকালের ফ্লাইটে আটকে পড়া যাত্রীদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘রানওয়ের লাইটের ক্যাবল মাটির নিচে। ফলে কোথায় ত্রুটি হয়েছে, তা স্থানীয়ভাবে চেষ্টা করেও শনাক্ত করা যায়নি। ঢাকায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে প্রকৌশলীরা আসছেন। ত্রুটি সারাতে না পারলে আজও রাতের সব ফ্লাইট বাতিল করা হবে।’