বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মহেশপুরে সাঁওতাল বিদ্রোহের স্মৃতি ভাস্কর্য ‘সিধু-কানু’ উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সোমবার বিকেলে উপজেলার মহেশপুর আদিবাসী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ভাস্কর্যটির উদ্বোধন করেন তিনি।
এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই অঞ্চলে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, আমাদের সেই আন্দোলনের প্রকৃত বিজয় অর্জন হয়েছে ১৯৭১ সালে মহান বিজয়ের মধ্য দিয়ে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, তিতুমীর, সিধু-কানুসহ সকলের চেতনা ধারণ করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাকে মুক্ত করেছিলেন। এই চেতনা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মহেশপুর আদিবাসী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল। অনুষ্ঠানে বক্তব্য দেন আদিবাসী নেতা ফাদার ড. মারকুস মুর্মু, সেফালিয়ান হাসদা, সানজিলা ফিলিপ হাসদা, মতিন হাসদা, ধলু হেম্ব্রম প্রমুখ।