রংপুর প্রতিনিধি
রংপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে আজ শুক্রবার দুপুরে তাঁরা রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন। রংপুর বিভাগের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘গত ৮ ডিসেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী ছিল। যার মধ্যে ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী হরতাল, অবরোধ, বৈরী আবহাওয়া ও দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। সেই সুযোগে সুবিধাবাদী কিছু লোকের মাধ্যমে শিক্ষা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি ও প্রক্সি করে ব্যাপক অর্থ বাণিজ্য করেছেন। রংপুরসহ অনেক পরীক্ষা কেন্দ্র প্রশাসনের হাতে প্রমাণসহ ধরাও পড়েছে। এবার শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা গণমাধ্যমের মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে।’