হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মোজাফফর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আটক ভারতীয় নাগরিকের নামে অবৈধ প্রবেশের মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের দলভিটা নামক এলাকা থেকে তাঁকে আটক করে।

বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাগভান্ডার বিওপির কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পিলার ৯৫৭/এমপির কাছ দিয়ে দুজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশের আনুমানিক ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে তারা সন্দেহজনক ঘোরাঘুরি করছেন। এ তথ্যের ভিত্তিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল ওই দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। তখন তারা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করে বাজারে ওষুধ কিনতে এসেছেন বলে জানান। পরে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের ভেতরে চলে যান। এ সময় মোজাফফর নামের একজনকে আটক করা হয়। তাঁকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাগভান্ডার বিওপি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন