হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে খিচুড়ি বিতরণ শেষে দুই পক্ষের সংঘর্ষ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে মসজিদে খিচুড়ি বিতরণ শেষে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। গতকাল রোববার দিনগত রাতে উপজেলার রমনা ইউনিয়নের রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে এ সংঘর্ষ হয়। 

এতে আহত হন সোহান মিয়া (১৭) ও মিজানুর রহমান (২০)। পরে এলাকাবাসী তাদেরকে চিলমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে কুড়িগ্রাম সরকারি হাসপাতাল রেফার্ড করেন। 

জানা গেছে, রমনা মডেল ইউনিয়নের রমনা খামার ঈদগাহ মাঠ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আগে বাবু মিয়া নামে এক ছেলে রাঙা মিয়াসহ কয়েক জনের কাছে খিচুড়ির প্যাকেট চান। এ সময় প্যাকেট না দিলে তারা ক্ষিপ্ত হয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। পরে মিলাদ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের মাঝে খিচুড়ি বিতরণ শেষে বাড়ি বাড়ি খিচুড়ি পাঠানোর সময় বাবু মিয়াসহ তার লোকজন মারামারিতে জড়ান। 

তারা একই ইউনিয়নের রমনা খামার এলাকার বাসিন্দা। রাঙ্গা মিয়া বলেন, আমাদের যারা খিচুড়ি রান্নার কাজে সাহায্যে করেছে, তাদেরকে খেতে দেওয়ার সময় বাবুসহ কয়েক জন খিচুড়ির প্যাকেট চেয়েছিল। কিন্তু দেওয়া হয়নি। যে কারণে এঘটনা ঘটিয়েছে। এটা খুবই দুঃখ জনক। 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করা হয়েছে। 

এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার