Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বিকেলে নাতনির মৃত্যু, ‘শোকে’ রাতে মারা গেলেন দাদি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিকেলে নাতনির মৃত্যু, ‘শোকে’ রাতে মারা গেলেন দাদি

কুড়িগ্রামে খালের পানিতে ডুবে ৮ বছরের শিশু মিনা খাতুনের মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর ৯ ঘণ্টা পর শোকে দাদি মর্জিনা বেগমও (৫৫) মারা যান। 
 
গতকাল মঙ্গলবার সদর উপজেলার ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

ভোগডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মিনা খাতুন সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের কাঠমিস্ত্রি মফিজুল ইসলামের মেয়ে। মর্জিনা বেগম মফিজুলের মা। 

স্থানীয়রা জানান, মিনা খাতুন ঘোগাদহ ইউনিয়নের সোনালীরকুটি গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল বেলা ৩টার দিকে মিনা খাতুন তার নানাবাড়ির কাছে একটি ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে মিনার মরদেহ তার বাবার বাড়ি ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে এনে পারিবারিকভাবে দাফন করা হয়। 

এদিকে এ ঘটনার পর ওই দিন রাত ১২টার দিকে মিনার দাদি মর্জিনা বেগম মারা যান। মিনার মৃত্যু ‘শোক’ সইতে না পেরে হৃদ্‌য়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ বুধবার সকালে নাতনি মিনার কবরের পাশেই মর্জিনা বেগমকে কবর দেওয়া হয়। দাদি ও নাতনির এমন মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মফিজুলের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, মর্জিনা বেগম নাতনি মিনাকে শিশুকাল থেকে লালন-পালন করেছেন। মিনার মৃত্যু শোক হয়তো তিনি সহ্য করতে পারেননি। তাদের এমন মৃত্যু এলাকাবাসীকেও শোকাচ্ছন্ন করেছে। 

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নাতনির মৃত্যু শোকে তার দাদি মর্জিনা রাত ১২টার দিকে মারা যান। গতকাল রাত ৭টায় মিনার জানাজা হয়। আর আজ সকাল ১০টার দিকে জানাজা শেষে মিনার কবরের পাশে তার দাদিকে দাফন করা হয়েছে।

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার