তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, নাগেশ্বরী উপজেলার ২৭টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে।
জানা যায়, এবার নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলার ২৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৭৪১ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮০২ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৩৯ জন। আজ সকাল থেকে তিন উপজেলার ২৭টি ইউনিয়নের মোট ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।