Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে মিছিল শুরু করার সময় জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মিছিল শুরু করার সময় জামায়াতের ১৯ নেতা-কর্মী আটক

কুড়িগ্রামে মিছিল শুরু করার সময় জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে সদর ও উলিপুর থানা-পুলিশের যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক নেতা-কর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার রয়েছেন। আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। 

জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ দলের নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় জামায়াত। কিন্তু মিছিল শুরুর আগে দলটির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য ও অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এর মধ্যে সদর থানা-পুলিশ ৯ জনকে এবং উলিপুর থানা-পুলিশ ১০ নেতা-কর্মীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় পুলিশ।

এদিকে নেতা-কর্মীদের আটকের ঘটনায় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, ‘কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের সময় অন্যায়ভাবে আটক করা হয়েছে। এ ধরনের আটক আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’ বিবৃতিতে অনতিবিলম্বে দাঁদের মুক্তির দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে বলেন, জামায়াতের নেতা-কর্মীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা