রংপুরের বদরগঞ্জে নারীসহ ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৃথক স্থান থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালুপাড়া ইউনিয়নের বিরামপুর খনিয়াপাড়া গ্রাম থেকে মশকুর রহমান (১৫), দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারবিঘা গ্রামের শাহীনুর বেগম (৪৮) ও রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের নুরজাহান বেগমের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনজনই গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মৃত দুই নারীর পরিবার জানিয়েছেন তারা মানসিক রোগে ভুগছিলেন। এ ঘটনায় পরিবারদের কোনো অভিযোগ নেই। তাই লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছি। আর কিশোর মশকুরের মৃত্যু নিয়ে সন্দেহ থাকায় তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’