Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের তালা ভেঙে আটটি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। তবে থানার কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। গতকাল রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আজ রোববার সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি চুরি হয়েছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার কর্মচারীরা তালা দিয়ে স্কুল থেকে চলে যান। আজ সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখতে পাই আটটি ল্যাপটপ চুরি হয়েছে। অভিযোগ দায়ের করতে থানায় যাই, কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।’ 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে এখনো থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে, আশা করি বিকেল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।’

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ

পীরগাছায় শিয়ালের কামড়ে আহত ৫

রাণীশংকৈলে ভুট্টাখেতে পড়ে ছিল নৈশপ্রহরীর লাশ

পুরোপুরি উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, কমবে লোডশেডিং

তত্ত্বাবধায়ক-ঠিকাদার মিলে গাইবান্ধা হাসপাতালে দুর্নীতির মহোৎসব

বীরগঞ্জে আগুনে পুড়ল ১৫ পরিবারের ২৮ ঘর

আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান ৩ দিনের রিমান্ডে