গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ। ঈদুল ফিতরকে সামনে রেখে শহর যানজট মুক্ত করতে আজ শনিবার দুপুরে শহরের থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়।
এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার প্রমুখ।
অতিরিক্ত ডিআইজি জাকারিয়া ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া অবৈধ বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ম-বহির্ভূত চলাচলে ব্যবস্থা নেওয়া হবে।’