Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

দিনাজপুরের হাকিমপুরে বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাপায় নাঈমা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির মামা মনিরুজ্জামান (৩০) হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে। শিশুটি বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেলখুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। সে হাকিমপুর উপজেলার পাউশগাড়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। আহত মনিরুজ্জামান একই এলাকার শফিক উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, সোমবার সকালে মামার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল শিশুটি। পথে ডাঙ্গাপাড়া বাজারের পূর্বপাশে একটি ট্রাক্টর পাশ কাটার সময় মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাক্টরটির চাকার পিষ্ট হয়ে শিশুটির মাথা থেঁতলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য আহত মামাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শাহরিয়ার পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় জান্নাতুন নাঈমা নামের শিশুটির মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মামাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি হাকিমপুর উপজেলায়। আমরা হাকিমপুর থানা-পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার