Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে পুলিশ তদন্তকেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালাল আসামি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

নবাবগঞ্জে পুলিশ তদন্তকেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালাল আসামি
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জের এক পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে মো. রয়েল (৩৫) নামে এক আসামি পালিয়েছেন। গত রোববার ভোর ৫টার দিকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনা জানাজানি হলে ওই দিনই পুলিশ (ফাঁড়ি) তদন্তকেন্দ্র পরিদর্শন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।

নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক ব্যবসায়ী রয়েল। পরে তাকে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়। ভোর ৫টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।

আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, রোববার ভোররাতে রয়েল নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তদন্তকেন্দ্র নিয়ে আসা হয়। সেহরির সময় তদন্তকেন্দ্রের সবার ব্যস্ততার সুযোগে পেছনের জানালার রড ভেঙে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ওসি আবদুল মতিন বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। শিগগিরই তাঁকে ধরা হবে।

কুড়িগ্রামে ধরলা নদীতে মিলল যুবকের লাশ

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের নামাজ অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন

এক টাকায় ঈদবাজার পেল ২৫০ পরিবার

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

সীমান্তে বাংলাদেশিদের মাছ চুরি ভারতীয়দের, মারামারিতে আহত ৩

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১

অসহায় দাবি করে পরিবারে আশ্রয়, ৪ শিশু নিয়ে নারীর পালানোর চেষ্টা

ওষুধ সরবরাহ ৪ মাস বন্ধ, চিকিৎসা ব্যাহত

বদ্ধ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, কাঁদছিল শিশু