হোম > সারা দেশ > রংপুর

বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছেলে, বাবা ও চাচা 

ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ছেলে, বাবা ও চাচাসহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেল ৫টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. দলিল উদ্দীন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এক পরিবারের ওই তিন প্রার্থী হলেন—সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, তাঁর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও তাঁর ছেলে উপজেলা যুবলীগের সদস্য আলী আফসার।

এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল।

এ ব্যাপারে মোহাম্মদ আলীর ছেলে আলী আফসার বলেন, ‘আমি ও আমার বাবা দুজনই মনোনয়নপত্র দাখিল করেছি। যাচাই-বাছাই শেষ হওয়ার পর একজনই দাঁড়াব।’

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা এক পরিবারের ওই তিন প্রার্থী স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের পরিবারের সদস্য। সুজনের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ভাই দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনে টানা ৩৫ বছর সংসদ সদস্য ছিলেন। সফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী দুজনই সংসদ সদস্য সুজনের আপন চাচা এবং আলী আফসার চাচাতো ভাই।

গেল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সফিকুল ইসলাম, আহসান হাবীব বুলবুল ও আলী আসলাম জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ বছর আলী আসলাম জুয়েল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তিনি প্রার্থী হননি। তার স্থলে তাঁর বাবা মোহাম্মদ আলী ও ভাই আলী আফসার প্রার্থী হয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা সৈয়দ মেরাজুল হোসেন বলেন, সিপিবির রাজনীতি থেকে উঠে আসা সাবেক এমপি দবিরুল ইসলাম। তিনি দক্ষ সংগঠক ও চতুর। ইউনিয়ন চেয়ারম্যান থেকে এমপি হয়েছেন দবিরুল ইসলাম। আর তার হাত ধরেই ভাই-ভাতিজা আজ ক্ষমতার দৌড়ে ছুটে চলছেন। সাবেক এমপি দবিরুল ইসলাম এখন আওয়ামী লীগের নেতা। তাঁর এক ভাই জাপা থেকে রাজনীতিতে আসেন। বোনের মেয়ে নূরন নাহার বেগম জাপা থেকে এবার সংরক্ষিত নারী আসনের এমপি হয়েছেন।

কৃষক নেতা সিরাজুল ইসলাম বলেন, ‘একেই বলে ভাগ্য! কপালে থাকলে ঠেকায় কে।’

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান জানান, আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় ৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১৭ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং আগামী ০৮ মে সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে ৪৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। উপজেলাটিতে ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৮৬৩ জন।

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

সেকশন