হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে গ্রীষ্মকালে পড়ছে কুয়াশা 

দিনাজপুর প্রতিনিধি

গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আর কালবৈশাখীর সঙ্গে দিনাজপুরবাসী পরিচিত হলেও এই সময়ে কুয়াশার সঙ্গে পরিচিত নয় তারা। অথচ গতকাল শনিবার গ্রীষ্মের এই ভরা মৌসুমে কুয়াশা প্রত্যক্ষ করেছে দিনাজপুরবাসী। হঠাৎ করে এ ধরনের বৈচিত্র্যময় আবহাওয়ায় জেলাবাসী উৎকণ্ঠিত হয়ে পড়েছে। 

দিনাজপুরে রাতে শীতের আবহাওয়া বিরাজ করায় অনেককেই বাধ্য হয়ে গায়ে নিতে হচ্ছে কাঁথা-কম্বল। মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। 

কৃষক সাজেদুর রহমান বলেন, ‘এ ধরনের আবহাওয়া আগে কখনো দেখি নাই। দিনের বেলা প্রচণ্ড রোদ, মাঠে দাঁড়ানোই যায় না। আবার কখনো শিলাবৃষ্টি হচ্ছে। এত বড় বড় শিলা পড়ছে যে ভয় লাগে। আমরা যখন মাঠে কাজ করি, কোথাও তো আশ্রয় নেওয়ার  জায়গা থাকে না। আবার রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।’ 

দিনাজপুর আবহওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত দুই দিন বৃষ্টি হওয়ার পর রোদ হওয়ায় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা হতে পারে। এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই। দুই-এক দিন এ ধরনের আবহাওয়া থাকতে পারে। এ ছাড়া আগামী এক সপ্তাহ থেমে থেমে বৃষ্টি হতে পারে, হতে পারে শিলাবৃষ্টিও। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, এ সময় সাধারণত মৌসুমি সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। সবাইকে অতিরিক্ত রোদ কিংবা ঠান্ডা লাগানো পরিহার করতে হবে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন