গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার ত্রিমোহনী আশ্রয়ণ প্রকল্পের ২৫০ ব্যক্তির মাঝে তিনি এই কম্বল বিতরণ করেন।
কম্বল পেয়ে খুশি হরিজন সম্প্রদায়ের শ্রী রবি বলেন, ‘আমরা সরকারি জায়গায় থাকি। কেউ আমাদের শীতে কম্বল দেয়নি। সন্ধ্যার আগে হঠাৎ ইউএনও স্যার আমাদের কম্বল দিয়েছেন। খুব ভালো লাগছে।’
নুরনবী বলেন, ‘কয়েক দিন ধরে খুব ঠান্ডা পড়েছে। এতে আমাদের মতো অসহায় মানুষের শীত নিবারণের জন্য তেমন কিছু নেই। কম্বল পাওয়ায় অনেক উপকার হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলম বলেন, ‘গত এক সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। এই শীতে গরিব-দুঃখী মানুষ কষ্ট করছেন। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পের মানুষেরা। বাইরে অনেকেই কম্বল দিলেও, এসব জায়গায় কেউ আসতে চায় না। তাই ২৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে অসহায় এই মানুষগুলো প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে খুশি।’