Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ভূমি জরিপে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ভূমি জরিপে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করে দেওয়ার নামে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম তাঁদের বরখাস্ত করেন। সাময়িক বরখাস্ত ব্যক্তিরা হলেন সরদার আমিন গুলজার রহমান, বদর আমিন সৈয়দ আবু সাইদ ও চেইনম্যান আবুল খায়ের। 

ভুক্তভোগী স্থানীয়রা জানান, ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করার নামে ওই তিন কর্মকর্তা তাঁদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেন। গতকাল রোববার রাতে ঘুষ নেওয়ার পর কাজ শেষ না করেই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের পৌর কাউন্সিলর মাহাফুজের বাড়িতে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এদিকে আজ বেলা ১১টায় সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম থানায় আটক থাকা ওই তিন কর্মকর্তাকে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে নিয়ে আসেন। পরে স্থানীয়দের করা অভিযোগে অভিযুক্ত তিন কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেন এবং সাময়িকভাবে বরখাস্ত করেন। 

এ বিষয়ে সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম বলেন, আজ স্থানীয়রা মৌখিকভাবে ওই তিন কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ করলে তাঁদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। তবে স্থানীয়রা ঘুষ নেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও