Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

৬৬ বছর বয়সে কুমারত্ব ঘোচালেন পাটগ্রামের শরিফুল

পাটগ্রাম ( লালমনিরহাট) প্রতিনিধি

৬৬ বছর বয়সে কুমারত্ব ঘোচালেন পাটগ্রামের শরিফুল
শরিফুল ইসলাম প্রধান ও আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ৬৬ বছর বয়সী শরিফুল ইসলাম প্রধান অবশেষে বিয়ে করেছেন। তিনি ২১ বছর বয়সী তরুণী আইরিন আক্তারকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছেন।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভার কোটতলী এলাকার ধনাঢ্য ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রধানের বাবা–মা মারা যাওয়ার পর থেকে একা জীবন যাপন করছিলেন। একসময় আবাসিক হোটেলে রাতযাপন করতেন। পরে পরিবেশকের ব্যবসা শুরু করেন। একাকিত্ব কাটানোর জন্য ২২ মার্চ রাতে তিনি তাঁর পরিচিত আইরিন আক্তারকে বিয়ে করেন। আইরিন আক্তার কুচলিবাড়ী ইউনিয়নের নজরুল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি টাঙ্গাইলের একটি ডিপ্লোমা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।

শরিফুল ইসলাম প্রধান আজকের পত্রিকাকে বলেন, আইরিনের সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। আইরিন পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন। শরিফুল চতুর্থ শ্রেণি থেকে তাঁকে আর্থিক সাহায্য করতেন। বিয়ের জন্য নানা জায়গা থেকে প্রস্তাব এলেও আইরিন রাজি হচ্ছিলেন না। একসময় আইরিন নিজেই তাঁকে বিয়ে করতে ইচ্ছা প্রকাশ করেন। এরপর দুই পক্ষের পরিবারের সম্মতিতে ৬৬ বছর বয়সে শরিফুল ইসলাম বিয়ে করেন আইরিনকে।

শরিফুল ইসলাম প্রধান ও আইরিন আক্তার। ছবি: সংগৃহীত
শরিফুল ইসলাম প্রধান ও আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

শরিফুল ইসলাম প্রধান বলেন, ‘বয়স কোনো বিষয় নয়। আমরা জেনে-বুঝেই বিয়ে করেছি। আইরিন আমাকে বিয়ে করে খুশি। এ বয়সে এসে মনে হয়েছে, বিয়ে করা দরকার।’

এ বিষয়ে আইরিন আক্তার বলেন, শরিফুল ইসলামের সঙ্গে তাঁর সম্পর্ক কখনো প্রেমের ছিল না। তবে পড়াশোনার জন্য শরিফুল সব সময় তাঁকে সহায়তা করেছেন। আইরিন বলেন, ‘অর্থের লোভে নয়, আমি তাঁকে ভালোবেসেই বিয়ে করেছি।’

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে: আখতার হোসেন

কুড়িগ্রামের এসপিকে প্রত্যাহারের দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

জামাইয়ের দেওয়া পেট্রলের আগুনে ঝলসে গেল শাশুড়ি

২৩ বছর পর বন্ধুদের মিলনমেলা, বাঁধভাঙা উল্লাসে নবাবগঞ্জের ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা

রংপুরে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কুড়িগ্রামে ধরলা নদীতে মিলল যুবকের লাশ

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের নামাজ অনুষ্ঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় ঈদ উদ্‌যাপন

এক টাকায় ঈদবাজার পেল ২৫০ পরিবার

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মধ্যে ঈদ উপহার বিতরণ