Ajker Patrika
হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

লালমনিরহাট কারাগারে চেকের মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতার শাহ নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কারাগার থেকে সদর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান। কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাহ নাজমুল ইসলাম (৩৮) জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত সোলেমান গনির ছেলে এবং টংভাঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক। 

জেল সুপার মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলায় গত ২৩ জুলাই থেকে তিনি কারাগারে। আজ (মঙ্গলবার) বিকেলের দিকে নাজমুল হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে সদর হাসপাতালের নেওয়ার পথেই মারা যান। তার মরদেহ হাসপাতালে রয়েছে।’ 

টংভাঙ্গা ইউনিয়ন শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম বলেন, ‘স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়েছিল নাজমুল। সেই ঋণের টাকার মধ্যে মাত্র ৩০ হাজার টাকা বাকি ছিল। এর মধ্যে এনজিও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে।’ 

তিনি আরও বলেন, ‘পরে বাকি টাকা শোধ করলেও মামলায় সাজা হয় তার। ওই মামলায় গত সপ্তাহে তিনি আদালতে হাজির হতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আজ বিকেলে হঠাৎ শুনি যে নাজমুল জেলের ভেতরে মারা গেছে।’ 

এদিকে নাজমুলের মৃত্যুতে হাতীবান্ধায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাকসু নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান শিক্ষার্থীদের

ব্রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

ব্রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নীলফামারীতে উত্তরা ইপিজেডের সনিক কারখানার শ্রমিকদের অবস্থান কর্মসূচি

‘পিস্তল’ ঠেকিয়ে শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, এনসিপির নেতাসহ ২ যুবক গ্রেপ্তার

ছেলেটারে পাব না, শেখ হাসিনার ফাঁসি যেন কার্যকর হয়: আবু সাঈদের মা

বাংলার মাটিতে এনে স্বৈরাচারী খুনি হাসিনাকে ফাঁসির কাষ্ঠে যেন ঝোলায়: আবু সাঈদের বাবা

কাউকে খালি হাতে ফেরত দিতেন না, তাকে কেন মারল— আশরাফুলের স্ত্রীর আহাজারি

পঞ্চগড়ে তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, সূর্য উঠতেই স্বস্তি

মোটরসাইকেল শোডাউনে গিয়ে দুর্ঘটনায় জামায়াত কর্মী নিহত