নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুর্লভ চন্দ্র রায় (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের খোকার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক একই ইউনিয়নের পশ্চিম খুটামারা বারাইপাড়া গ্রামের দীপক চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্লভ চন্দ্র রায় চাকরির পরীক্ষা জন্য আজ সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে সৈয়দপুর উপজেলা শহরের দিকে রওনা হন। পথে খোকার বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে বাসটিকে জব্দ করে পুলিশ।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। বাসটি জলঢাকা থানায় জব্দ আছে।