কুড়িগ্রামের উলিপুরে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দেওয়া লিপি আক্তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশ হলে দেখা যায় লিপি আক্তার জিপিএ-৪.৮৩ পেয়েছেন।
লিপি আক্তার উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকার নজির হোসেন নজুর মেয়ে। সে বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
তাঁর বাবা গত ৩০ নভেম্বর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন সকালে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তাঁর। এরপর বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করেন। বুধবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে লিপি আক্তার জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়।
বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নোমান ফেরদৌস খাঁন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করা লিপির জন্য খুবই কষ্টকর ছিল। তাঁর ফলাফলে আমরা সবাই খুশি।