হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও‌য়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ তরুণ নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও তিন আরোহী। মুমূর্ষু অবস্থায় আহ‌তদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শ‌নিবার বিকেল সা‌ড়ে ৪টার দিকে সদ‌রের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জগন্নাথপুর  ইউনিয়‌নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছে‌লে নয়ন  ইসলাম (১৪) ও বেগুনবাড়ী  এলাকার রিয়াজুল  ইসলা‌মের ছে‌লে মোস্তা‌ফিজুর রহমান (২৬)।

‌স্থানীয় ই‌উপি সদস‌্য গ‌ণেশ রায় ও হাসপাতাল সূ‌ত্র জানা গেছে, নিহত নয়ন বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে করে খোঁচাবা‌ড়ি বাজা‌রে যা‌চ্ছি‌ল। একই সময় বেগুনবা‌ড়ী এলাকার বাসিন্দা মোস্তা‌ফিজুর রহমান ও তাঁর তিন বন্ধু বা‌ড়ির দি‌কে যা‌চ্ছি‌লেন। পথে খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় পৌঁছালে ওই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তা‌ফিজুর ও তাঁর সঙ্গী‌দের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতালে নেওয়ার পর মোস্তা‌ফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহী‌কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মে‌ডি‌কে‌লে পাঠিয়ে দেন চি‌কিৎসক।

সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, ‘বিকে‌লে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নয়ন ও হাসপাতালে মোস্তা‌ফিজুর না‌মে  আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন