হোম > সারা দেশ > রংপুর

তিস্তায় ভেসে আসা হাত বাঁধা লাশটি ভারতের সাবেক মন্ত্রীর

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তা নদীর স্রোতে ভেসে আসা লাশটি ভারতের সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী রাম চন্দ্র (আর সি) পাউডেলের (৮০) বলে শনাক্ত করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাঁর লাশ হস্তান্তর করা হয়। 

এর আগে সোমবার দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে হাত বাঁধা গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হাত বাঁধা থাকায় পুলিশের ধারণা, তাঁকে হত্যা করে তিস্তার উজানে ভারতীয় অংশে মরদেহ ফেলে দেয় দুর্বৃত্তরা।

মরদেহের হাতে একটি ঘড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরায় পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। এ জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে রাখা ছিল। পরে হাতঘড়ি ও প্রযুক্তি ব্যবহার করে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৭ জুলাই সেটিপুলে ভগ্নিপতির বাসভবনে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হন আর সি পাউডেলে। পরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব বিভিন্ন স্থানে খুঁজে তাঁর সন্ধান না পেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পরে আদিতমারীতে তিস্তা নদীতে লাশ ভেসে ওঠে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাঁ তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে চরে একটি লাশ আটকে যায়। এটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করতে বিলম্ব হয়েছে। পরিচয় শনাক্তের পরে মরদেহ নিহতের পরিবারের কাছে পৌঁছে দিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে পাঠানো হয়েছে। সেখানে উভয় দেশের প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন