Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

‘ব্যর্থ প্রেম নিয়ে খোঁচাখুঁচির’ জেরে ১২ বছরের কিশোরকে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি

‘ব্যর্থ প্রেম নিয়ে খোঁচাখুঁচির’ জেরে ১২ বছরের কিশোরকে হত্যা

কুড়িগ্রাম সদরের এক গ্রামে বাড়ির পেছনের গর্ত থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে, ‘ব্যর্থ প্রেম নিয়ে খোঁচা’ সহ্য করতে না পেরে ১৬ বছর বয়সী এক কিশোর তাকে হত্যার পর লাশ গর্তে ফেলে দেয়। এ ঘটনায় থানায় মামলা না হলেও ওই কিশোর, তাঁর বাবা ও বড় ভাইকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম সিমিত চন্দ্র (১২)। সে সদরের বেলগাছা ইউনিয়নের মানিক চন্দ্র ড্রাইভারের ছেলে। আজ বুধবার ভোরে ৬ নম্বর ওয়ার্ডের বেলগাছা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান। 

হত্যার অভিযোগে আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘এই কিশোরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। এ নিয়ে সিমিতসহ অনেকেই তাকে খোঁচা দিত। গত রাতে সিমিত আবারও খোঁচা দিলে ওই কিশোর তার গলা চেপে ধরে। এতে শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয়। সিমিতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’

ঘটনার সঙ্গে কিশোরের বাবার জড়িত থাকার প্রশ্নে ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে তার বাবার জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি। আমরা তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

ঘটনার বর্ণনা দিয়ে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখতে যায় সিমিত ও তার বড় ভাই। সিমিতকে অনুষ্ঠানস্থলে রেখে বাড়িতে ফেরে তার বড় ভাই। অনুষ্ঠান শেষে সিমিত বাড়িতে না ফিরলে স্বজনেরা তার খোঁজে বের হয়। তারা ওই কিশোরকে জিজ্ঞাসা করলে সে অসংলগ্ন আচরণ করে। পরে ওই কিশোরের বাবা তাদের পরিত্যক্ত বাড়ির পেছনের গর্তে সিমিতের মরদেহ দেখিয়ে দেন। 

লিটন আরও বলেন, ‘অনুষ্ঠান থেকে ফেরার পথে সিমিতের সঙ্গে ওই কিশোরের কথা কাটাকাটি হয়।’

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে

লালমনিরহাটে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি

বিস্ফোরক মামলায় ‘জয় বাংলা’ কারাগারে

গঙ্গাচড়ায় জাল টাকা দিয়ে বাজার করতে গিয়ে নারী আটক

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার