দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ে জড়িত থাকার ঘটনায় ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও তিন শিক্ষার্থীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত পৃথক চিঠি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থীকে দুই সেমিস্টার ও চার শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আরও তিন শিক্ষার্থীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। তাঁরা গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের কয়েকজন নতুন শিক্ষার্থীকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আবাসিক ছাত্রাবাসসংলগ্ন এলাকায় হয়রানি করেন। হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেন। তদন্তে ঘটনার প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের মেসের রুমে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তাঁদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে।’