খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে নিজ বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাহুল রায় (২৮) খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি ও টংগুয়া জোয়ার্দারপাড়া এলাকার ঋষিকেশ রায়ের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিসহ কয়েকজন সংগঠিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিল। এমন খবরে দিনাজপুর ডিবি, সদর ও খানসামা থানা-পুলিশের যৌথ অভিযানে গতকাল রাতে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আজ শুক্রবার পুলিশের উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই অমিত কুমার দে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, কোতোয়ালি থানায় করা সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর মামলায় আসামি রাহুল রায়কে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।