হোম > সারা দেশ > রংপুর

‘রক্তাক্ত গেঞ্জির’ সূত্র ধরে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রধান আসামি স্বাধীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ায় সিয়াম হত্যা মামলার প্রধান আসামি স্বাধীনকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। শুক্রবার (১ নভেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি শনিবার (২ নভেম্বর) রাত ১১টায় নিশ্চিত করেন রংপুর র‍্যাব-১৩-এর মিডিয়া উইং কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।

গ্রেপ্তার স্বাধীন গঙ্গাচড়া থানার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আনারুল মিয়ার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে সিয়ামের লাশের পাশে আকাশি রঙের রক্তাক্ত গেঞ্জি ও উদ্ধারকৃত আলামত এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির ভিত্তিতে জানা যায়, ঘটনার রাতে আসামি স্বাধীনকে খালি গায়ে রক্তাক্ত অবস্থায় সিয়ামের বাসার পাশে দেখা গেছে। সিয়ামের লাশের পাশ থেকে উদ্ধার করা রক্তাক্ত গেঞ্জির প্রকৃত মালিক খুঁজতে গিয়ে জানা যায়, উক্ত গেঞ্জিটি স্বাধীনের। উদ্ধারকৃত আলামত এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, গ্রেপ্তার স্বাধীন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিএসসি ক্যাম্প কর্তৃক তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া থানাধীন খলেয়া গঞ্জিপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত স্বাধীনকে গ্রেপ্তার করে।

হত্যার শিকার সিয়াম। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত রোববার আনুমানিক রাত ৯টার পর থেকে সিয়াম নিখোঁজ হন। পরদিন সোমবার (২৮ অক্টোবর) সকালে লালচাঁদপুর নয়াপাড়া এলাকায় তিস্তা ব্যারেজ প্রকল্পের স্লুইজ গেটের পাশের ধান খেতে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় সিয়ামের বাবা আলতাফ হোসেন মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সেকশন