নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুল ইসলাম মোল্লা ওরফে বাবু নামে এক ব্যবসায়ী। আজ শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তাঁর বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)।
নীলফামারী সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবু নিজে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা আজকের পত্রিকা বলেন, ‘সকাল বেলা গলা কাটা অবস্থায় বাড়ির বাইরে বের হতে দেখে এলাকাবাসী তাকে (বাবুকে) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে রংপুরে রেফার করেন। সে ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিল। এ কারণে এ ঘটনা ঘটাতে পারে।’