হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার শালবাহন ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম তানভীর হোসেন (১০)। সে ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তানভীর হোসেন বাড়ির পাশে তার সহপাঠীদের সঙ্গে মাঠে খেলতে যায়। এ সময় খেলার একপর্যায়ে মাঠের উত্তর পাশে থাকা পুকুরে তাদের মধ্যে দুজন গোসল করতে নামে। পরে তাদের দেখে তানভীরও পুকুরে নামে গোসল করার জন্য।

কিন্তু তানভীর সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে তারা সঙ্গে থাকা সহপাঠীরা পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করে। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন