Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে, জানালেন বিভাগীয় কমিশনার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রংপুরে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে, জানালেন বিভাগীয় কমিশনার

রংপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে বলে জানিয়েছেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এটি বাস্তবায়ন হলেই রংপুর ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা ডিপ্লোমা শেষ করে ঢাকার পরিবর্তে ঘরের কাছেই বিএসসি কোর্স পূরণ করতে পারবে।

আজ বুধবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘প্রতিটি জেলায় আরবি, চায়নিজ, জাপানি এবং কোরিয়ান ভাষায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে গমনে ইচ্ছুক যুবকেরা পছন্দমতো ভাষায় প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে পারবেন।’ এ ছাড়া দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কারখানা এ অর্থ বছরেই চালু হবে বলেও জানান তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘২০টি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৮টির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের কোন বিভাগে এতগুলো প্রস্তাব অনুমোদন পায়নি।’

বালিয়াডাঙ্গীতে মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার।সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পরে তিনি বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী হরিণমারী গ্রামে অবস্থিত সূর্যাপুরী আমগাছ পরিদর্শন করেন।

২২ বছর পর ফুলবাড়ীতে আবার ট্রাফিক ব্যবস্থা চালু

বৈষম্যবিরোধী তিন নেতার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়