হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ‘সুবিধাবঞ্চিত মৎস্যজীবীর’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ

কাউনিয়া, রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় একটি মৎস্যজীবী সমবায় সমিতির নামে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধাবঞ্চিত করার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ‘সুবিধাবঞ্চিত মৎস্যজীবীর’ ব্যানারে একদল মৎস্যজীবী সরকারি বিল ইজারা নিয়ে তাদের সুবিধাবঞ্চিত করার অভিযোগ তুলে ওই সমিতির নিবন্ধন বাতিলের দাবি করেছেন। 

উপজেলা পরিষদের সামনে দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়। 

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ ও কতিপয় লোকজন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে এবং মৎস্যজীবীদের নাম দিয়ে নেপ্তিডাঙ্গা ও হকুডাঙ্গাপাড় মৎস্যজীবী সমবায় সমিতির কমিটি গঠন করেন। ৯ বছর ধরে এ পর্যন্ত তাঁরা সরকারি দুটি বিল ইজারা নেয়। দীর্ঘদিন ধরে মৎস্যজীবীদের বাদ দিয়ে মাদ্রাসার শিক্ষক বেলাল আহমেদ নিজেই মাছ চাষ করে আসছেন। আর এতে প্রকৃত মৎস্যজীবীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। এই বেআইনি কার্যক্রম পরিচালনায় উপজেলা মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা জড়িত।

তারা আরও বলেন, আমরা সুবিধাবঞ্চিত মৎস্যজীবীরা বেআইনি কার্যক্রম পরিচালিত এ সমবায় সমিতির নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন—সারাই ইউনিয়নের সাবেক সদস্য আফছার আলী, মৎস্যজীবী আমির হামজা, আলিফ উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।

তবে অভিযোগের বিষয়ে বেলাল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়েও তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মৎস্যজীবী সমবায় সমিতির বেআইনি কার্যক্রম পরিচালনায় আমাদের কোনো সম্পৃক্ততা নাই। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনায় বিল ইজারা অনলাইন করতে মৎস্যজীবী সমিতিকে সহযোগিতা করা হয়। তবে ওই সমিতির সদস্যদের মধ্যে বিরোধ থাকায় তাঁরা বিভিন্ন অভিযোগ করেছেন।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার