৫ আগস্ট সরকারের পদত্যাগের পর দিনাজপুরে নবাবগঞ্জের জাতীয় উদ্যান আশুরার বিলে দুই দিন ধরে লুটপাটের পর সড়কের ইট ও কাঠের সেতুর খুঁটি নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা।
বিলের পাড়ের প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসনের রেস্ট হাউস, পুলিশ বক্স, পর্যটকদের বসার ছাউনীসহ বিভিন্ন স্থাপনার সব উপকরণ লুটপাট হয়ে গেছে। এমনকি উদ্যানে দর্শনার্থীদের জন্য টিনের চালা দিয়ে নির্মিত মসজিদের সরঞ্জাম খুলে নিয়ে যায় তারা।
উদ্যানে নাগরদোলা ও চরকির মালিক নবী নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৫ আগস্ট বিকেলে খবর পাই, আশুরার বিলের সবকিছু লুটপাট করা হচ্ছে, সঙ্গে সঙ্গে বিলে এসে দেখি তার একটি চরকি ভাঙচুর ও একটি দোলনা নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা। এ ছাড়া উদ্যানে থাকা দর্শনার্থীদের বসার স্থান, পাঁচটি বসার ছাউনির টিনের চালা, পিলার, রেস্ট হাউসের এসি, আসবাবপত্র ও টিনের চালা নিয়ে যায় তারা।
কসমেটিক ব্যবসায়ী মো. গোলজার আলী জানান, উদ্যানের সবচেয়ে বড় কসমেটিক দোকানটি তার, একসঙ্গে ৫০ / ৬০ জন লোক দোকানে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তার চোখের সামনে। কিছুই করতে পারেননি তিনি। শুধু গোলজার আলী নয়, ফুচকা ও পানের দোকান মালিক মো. নাইমুদ্দিন, মোজাহার আলীসহ বেশ কিছু ব্যবসায়ীর দোকান লুটপাটের অভিযোগ করেন।