পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে ফকিরগঞ্জ সীমান্তের ৩৪২-এর ৭ এস পিলার এলাকায় গুলি করে বিএসএফ। তাতে একজন নিহত হন। বিএসএফ তাঁর লাশ ভারতে নিয়ে গেছে। মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বিজিবির ফকিরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া বলেন, তাঁরা ঘটনাটি শুনেছেন, কিন্তু এখনো নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তবে বর্তমানে বিএসএফ চয়েন ক্যাম্পে একটি লাশ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম আজকের পত্রিকাকে বলেন, বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি। তবে গুলিতে একজন মারা যাওয়ার কথা তিনিও শুনেছেন।