হোম > সারা দেশ > রংপুর

পলিথিন কারখানার সন্ধান, জরিমানা দেড় লাখ টাকা

লালমনিরহাট প্রতিনিধি 

পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ১ টন পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে।

আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন আজাদ হোসেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে আজ অভিযান চালান।

এ সময় কারখানা থেকে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন উৎপাদনের অপরাধে কারখানামালিক আজাদ হোসেনের কাছে থেকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

পলিথিন উৎপাদন করায় কারখানামালিককে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জব্দ করা পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন