মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
আগামী ২০ জুনের আগে বাজারজাত করা হাঁড়িভাঙা আম না কেনার আহ্বান জানিয়েছে হাঁড়িভাঙা আমচাষি পরিষদ। কারণ জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আগামী ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁড়িভাঙা আমচাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার।
উপজেলা প্রশাসন ও আম চাষিরা বলছে, এখনো হাঁড়িভাঙা আম খাওয়ার উপযোগী হয়নি। আগামী ২০ জুন থেকে এ আম খাওয়ার উপযোগী হবে। এদিন থেকেই আমও বাজারজাত শুরু হবে।
বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৭ মে কৃষিবিভাগ, আম চাষি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক আলোচনা সভা করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন।
এ প্রসঙ্গে হাঁড়িভাঙা আমচাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ২০ জুনের আগে বাজারজাত করা আম না কেনার জন্য ভোক্তাদের আহ্বান জানাচ্ছি। কারণ ২০ জুনের আগে বাজারজাত করা হাঁড়িভাঙা আম খাওয়ার উপযোগী হবে না।’ সেই সঙ্গে তিনি চাষি ও ব্যবসায়ীদেরও অপরিপক্ব আম বেচা-কেনা না করার অনুরোধ জানান।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সকলের সঙ্গে আলোচনা করে আগামী ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার জন্য চাষি ও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে কেউ হাঁড়িভাঙা আম বাজারজাত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’