লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক জহুরুল মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার আশকর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ফোন টাওয়ারের শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান জহুরুল মোল্লা। এ সময় শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গিয়ে জহুরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক জহুরুল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।