Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

নদীতে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

নদীতে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

সৈয়দপুরে তিন সহপাঠীর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার আড়াইটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাড়ির পাশে খড়খড়িয়া নদীর চান্দিয়ার ব্রিজে সে গোসলে নামে। 

মৃত ছাত্রের নাম শাহিন আলম (১৬)। সে একই ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে ও স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। 

প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধু মিলে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের একপর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্য দুজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এবং রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ১০০ গজ দূর থেকে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার চাঁদা দাবি, কথোপকথন ভাইরাল

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক