Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম, মোড়ে মোড়ে পুলিশি তল্লাশি

মারুফ কিবরিয়া ও শিপুল ইসলাম, রংপুর থেকে

কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম, মোড়ে মোড়ে পুলিশি তল্লাশি

রংপুর সিটির করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (২৭ ডিসেম্বর)। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ইভিএমসহ নানা সরঞ্জাম। কেন্দ্রে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন আনসার, পুলিশ সদস্যরা। মোটরসাইকেল, ইজিবাইকসহ প্রাইভেট কার চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা। মোড়ে মোড়ে চলছে পুলিশি তল্লাশি। 

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিসির মোড়, জাহাজ কোম্পানি, মেডিকেল মোড়, বুড়িহাট, মর্ডাণসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে সহিংসতা রোধে বহিরাগতদের অপ্রয়োজনে নগরীতে প্রবেশ নিষেধ করার জন্য মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে মোটরসাইকেল আরোহীদের থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। গন্তব্য জেনে অপ্রয়োজনীয় হলে ফেরত পাঠানো হচ্ছে। 

ডিসির মোড়ে কথা হয় মোটরসাইকেল আরোহী পাগলাপীর এলাকার হাসু সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘সিটির বাইরে আমার বাড়ি। বোনের বাড়িতে যাচ্ছিলাম দেখা করতে। এখানে আসার পর পুলিশ থামিয়েছে। জরুরি প্রয়োজন নয় জন্য ফেরত পাঠাল।’ 

রংপুর পুলিশ লাইন স্কুল মাঠ থেকে ২২৯ কেন্দ্রের ১ হাজার ৩৪৯ বুথে নেওয়া হচ্ছে ইভিএমসহ নানা সরঞ্জাম।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের নির্বাচন। মোটরসাইকেল চলাচলের ওপর গত রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাইরে থেকে মোটরসাইকেলে প্রবেশকারীদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। তাদের গন্তব্য জানতে চাচ্ছি। যারা ঠিকভাবে উদ্দেশ্য বলতে পারছেন না তাদের ফের পাঠানো হচ্ছে।’ 

এদিকে সকাল থেকে রংপুর পুলিশ লাইন স্কুল মাঠ থেকে ২২৯ কেন্দ্রের ১ হাজার ৩৪৯ বুথে নেওয়া হচ্ছে ইভিএমসহ নানা সরঞ্জাম। নির্বাচনে কাজে নিয়োজিত রয়েছেন প্রায় ৭ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে থাকছে র‍্যাব-১১ প্লাটুন বিজিবিসহ শতাধিক পুলিশের টহল গাড়ি। এই নির্বাচনে ৮৬টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচনী ট্রেনিং কর্মকর্তা। 

মোড়ে মোড়ে চলছে পুলিশি তল্লাশি। এ ছাড়াও নির্বাচনে মাঠের পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছেন ৪৯ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ৩৩ জন এবং ১৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। 

তৃতীয়বারের রসিক নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারেই সিটির সব কেন্দ্রে ইভিএম ভোট হবে। 

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।’ 

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ২৫ ডিসেম্বর রাত ৮টা থেকে ঘোষিত তফসিল অনুযায়ী সকল ধরনের নির্বাচনী মাইকিং ও মধ্যরাত থেকে প্রচার প্রচারণা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে গতকাল রাত ১২টার পর থেকে ২৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত রসিক এলাকায় মোটরসাইকেল, ইজিবাইকসহ ব্যক্তিগত প্রাইভেট কার ও নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি