হোম > সারা দেশ > দিনাজপুর

‘উৎপাদন বাড়াতে জমি অধিগ্রহণ করতে হবে’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু বলেছেন, ‘গম ও ভুট্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। খাদ্য সমস্যা সমাধানে এর আবাদ বাড়ানোর কোনো বিকল্প নেই। উৎপাদন বাড়ানোর জন্য আমাদের গবেষণাসহ অন্যান্য কার্যক্রম বাড়াতে হবে। জমি সমস্যা সমাধানে প্রয়োজনে জমি অধিগ্রহণ করতে হবে।’

আজ শনিবার দুপুরে দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত সচিব আরও বলেন, ‘বছরে ৬০ লাখ টন গমের দরকার হলেও আমাদের উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। আমদানিনির্ভর হওয়ায় গমকে যথাযথ বাণিজ্যিকভাবে কাজে লাগানো সম্ভব হয় না। গম ও গমজাত অনেক খাদ্যদ্রব্যের দেশের বাইরে চাহিদা থাকলেও বাণিজ্যিকভাবে ডলার সাশ্রয়ী না হওয়ায় অনেকাংশেই সেটিকে নিরুৎসাহিত করা হয়। তাই গমের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।’

‘গমের জাত উন্নয়ন ও খাদ্যনিরাপত্তায় স্পিড ব্রিডিং-এর ভূমিকা’ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল হাকিম ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আলমগীর মিয়া।

কর্মশালায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের গবেষক, বিজ্ঞানী, বৃহত্তর দিনাজপুর অঞ্চলের কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকেরা অংশ নেন।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ