হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে আদালত চত্বরে জনরোষের শিকার সাবেক এমপি আফতাব

নীলফামারী প্রতিনিধি

জনরোষের শিকার সাবেক এমপি আফতাব। ছবি: আজকের পত্রিকা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আদালতে হাজির হতে এসে জনরোষের মুখে পড়েছেন। আজ রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে আদালত প্রাঙ্গনে কিছু মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় তাঁকে। এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু লোক ভুয়া, ভোট চোর ও খুনি স্লোগান দেন।

তখন সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে কিল–ঘুষি মারার চেষ্টা করেন কিছু লোক। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেয়। এ সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে ধুলাবালি নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।

বাদীপক্ষের আইনজীবী ও আদালতের একাধিক সূত্রে জানা গেছে, রংপুরের একটি মামলায় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। আজ নীলফামারীর দুটি মামলায় পুলিশ তাঁকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শ্যোন অ্যারেস্টের পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার