পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদীঘি এলাকায় আটোয়ারী-রুহিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ এলাকার দুলালের স্ত্রী বেগম (৪৫) ও একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে আয়শা আক্তার (৩)। তাঁরা সম্পর্কে নানি ও নাতনি।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নানি আর নাতনি বাজার থেকে বাড়ির কাছে এসে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় আটোয়ারী থেকে ঠাকুরগাঁওগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।